জাতীয় সঙ্গীত
শুক্রবার | ১৮-০৭-২০২৫ |
চরমুগরিয়া মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয়

গ্রাম/রাস্তা: চরমুগরিয়া, ডাকঘর: চরমুগরিয়া-7901, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর, বিভাগ: ঢাকা

স্থাপিতঃ ১৯৩১ খ্রিঃ
EIIN: 110731 | MPO Code: 3502011302

প্রশাসনিক

সভাপতির বাণী
বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান খান এমপি.

সভাপতি

তথ্য ও যোগাযোগের প্রযুক্তি (Information and Communication Technology-ICT) মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছে– জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রেও তথ্য ও যোগযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। আইসিটি স্থান করে নিয়েছে গ্রামের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণিকক্ষেও – যেখানে শিক্ষার্থীরা বই–খাতার পাশাপাশি কম্পিউটারেও শিখতে শুরু করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০–এর আলোকে আধুনিক জ্ঞান–বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রূপকার হিসাবে গড়ে তোলে “ভিশন ২০২১”; বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

প্রধান শিক্ষকের বাণী
সরদার আব্দুল হামিদ

প্রধান শিক্ষক

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, সাহিত্যিক, গবেষক। উন্নত মানবসম্পদ ও সুশিক্ষিত জাতি গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষার্থী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টায় আজ চরমুগরিয়া মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয় উন্নয়নের পথে ক্রমাগত এগিয়ে চলছে।শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি, চরমুগরিয়া মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।